Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে বোমা সন্দেহে বাড়ি ঘেরাও পুলিশের


১৭ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৩

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে আজিজ মহল্লায় একটি বাড়ি বোমা থাকার সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিস্ক্রিয়কারী দল।

বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান অতিরিক্ত উপ কমিশনার সানোয়ার হোসেন  এ বিষয়ে জানিয়েছেন, তাদের ইউনিট ইতোমধ্যে সেগুলো দেখেছে। কিছু ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে। এবং বোমা সাদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করেছে তারা। উদ্ধারকৃত বস্তুগুলো থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ থানার অফিসার ইনচার্জ জামালউদ্দীন মীর সারাবাংলাকে বলেন, ‘ওই বাসায় মাদক আছে  এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশিতে যায় পুলিশ। তবে  বাড়িটিতে ককটেলের মতো বস্তু  স্কচটেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায়।’

তিনি জানান,বাড়িটির ঠিকানা আজিজ মহল্লার ১২/১২ ব্লক : এফ, জয়েন্ট কোয়র্টারে।

সারাবাংলা/ ইউজে/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর