Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক লাইভে তরুণের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ১২:৩০

নাটোর: নাটোরের গুরুদাসপুরে রঞ্জু আহমেদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রঞ্জুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সে উপজেলার কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে এবং কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে রঞ্জু ক্যাপশনে লেখে ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী’। তারপর গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে।

লাইভ চলার প্রায় ৯ মিনিটের মাথায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। রশি থেকে নামানো হয় রঞ্জুকে কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ তরুণের আত্মহত্যা ফেসবুক লাইভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর