Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাবলুর বহিষ্কারের দাবিতে সরব রাজশাহী আওয়ামী লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ১৫:৫৩

রাজশাহী: শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসারণ দাবিতে হার্ডলাইনে গেছে রাজশাহী আওয়ামী লীগ। দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ডাবলু সরকারের বহিষ্কার চাওয়া হয়েছে। আপত্তিকর ভিডিওটি ভাইরাল হওয়ার পর চতুর্থ বারের মতো এই কর্মসূচি পালন করেছে রাজশাহী আওয়ামী লীগ।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর লক্ষ্ণীপুরে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। ডাবলু সরকারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মোজাফফর হোসেনে সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকের পরিচালনায় মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাদারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, এ্যাডভোকেট শিখা, রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নাহিদ আক্তার নাহান, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, মহিদুল ইসলাম মোস্তফা, মাহমুদ হাসান রাজীব প্রমুখ।

বক্তারা বলেন, আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই। এ কারণে আওয়ামী লীগের মধ্যে যেসব রাজাকার পরিবার ঢুকে কুরুচিপূর্ণ কাজ করে দলকে নষ্ট করছে, তাদের সরিয়ে দিতে হবে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা কী? মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তার এই নৈতিক স্খলন যদি আমরা মেনে নিই, তাহলে আগামী দিনে বিরোধী দল আমাদের ওপর আক্রমণ করবে। জনগণ আমাদের ভোট দেবে না। এই ঝুঁকি আমরা নিতে পারব না।

বিজ্ঞাপন

তারা বলেন, ডাবলু এতদিনে প্রমাণ করতে পারেন নি যে, তিনি নির্দোষ। বরং আমাদের কাছে তথ্য আছে, ফরেনসিক বিভাগ ভিডিওটি দেখে প্রমাণ পেয়েছে যে, ভিডিও ওই ডাবলুরই। অনেক হয়েছে। ডাবলু কে দল থেকে বহিষ্কার করতে হবে। আমরা একই সঙ্গে তার আইনি শাস্তি চাই। তার পেছনে যারা গডফাদার হয়ে তাকে বাঁচাতে চাচ্ছে, তার বা তাদের নামও আমরা নিয়ে আসব।

সারাবাংলা/এজেড/ইআ

কর্মসূচি পালন ডাবলু সরকার রাজশাহী আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর