Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনি, সয়াবিন তেল ও মাংসের দাম বাংলাদেশে বেশি : সিপিডি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ২০:৪৮

ঢাকা : চিনি, সয়াবিন তেল ও মাংসের দাম বরাবরই বাংলাদেশে বেশি বলে মন্তব্য সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)‘র। বেসরকারি খাতে এই গরেষণা প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের বাজারে চিনি, সয়াবিন তেল বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। আর এই ক্ষেত্রে কেবল আমদানি কর পণ্যের ক্ষেত্রেই নয়, অভ্যান্তরীণভাবে উৎপাদন হয় এমন পণ্যে বিশেষ করে চাল ও গরুর মাংসের দামও অনেক বেশি। এইক্ষেত্রে বাজার মনিটরিং না থাকায় সীমিত কিছু প্লেয়ার দাম নিয়ন্ত্রণ করছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি‘র কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৩-২৪ সিপিডি‘র সুপারিশমালা’ শীর্ষক সংবাদ সম্মেলনে বাজেট সুপারিশমালার বিস্তারিত তুলে ধরে সিপিডি‘র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ সব কথা বলেন। সংবাদ সম্মেলেন সিপিডি‘র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো মো. তৌফিক ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে অনেকগুলো পণ্যের দাম নিম্নমুখী হলেও বাংলাদেশে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের দাম গত বছরের ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর, গত মার্চে যে সব পণ্যের দাম বেড়েছিল, বর্তমানে সেটি আর নেই। ক্রমান্বয়ে তা দাম কমে আসছে। কিন্তু বাংলাদেশের বাজারে তার কোনো ফলাফল নেই। ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দ্রব্যমূল্য বেড়েছে। এখন আর এটি একমাত্র অজুহাত বললে হবে না।’

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বিভিন্ন পণ্যের মূল্যের ঊর্ধগতি বাংলাদেশ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যদিও আন্তর্জাতিকবাজারে অনেক পণ্যের দাম নিম্নমুখী। কিন্তু বাংলাদেশে তার কোনো সুফল দেখা যাচ্ছে না। শুধুমাত্র আমদানি করা্ পণ্যের দাম বাড়ছে তা নয়।’

তিনি বলেন, ‘আমরা যে সব পণ্য আমদানি করা হয় এমন ২৮টি খাদ্যপণ্যের ওপর উচ্চহারে আমদানি করা আরোপ করা আছে। এসব পণ্যের আমদানি শুল্ক কমিয়ে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া যায়। এসব আমদানি শুল্ক কমালে এনবিআর‘র সামগ্রিক কর আহরণে খুব চাপ পড়বে বলে মনে হয় না।’

তিনি বলেন, ‘খাদ্যপণ্যের কয়েকটি আমরা আমদানি করি আর কয়েকটি পণ্য দেশে উৎপাদন করি। কিন্তু দেখা যায় সব পণ্যের দামই বরাবরই উপরের দিকে। চালের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পন্ন বলা হলেও বিশেষ করে ভিয়েতনামসহ এসব দেশের সঙ্গে তুলনা করলে চালের দাম উপরের দিকে। আবার যে সব পণ্য আমদানি করে থাকি সেসব পণ্যের দাম এখন নিম্নমুখী হলেও বাংলাদেশে দাম কমছে না।’

তিনি বলেন, ‘আমরা চিনি আমদানি করি, বর্তমানে বিশ্ববাজারের তুলনায় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে চিনির দাম অনেক ওপরে। এছাড়াও গরুর মাংস আমরা আমদানি করি না, কিন্তু আমরা দেখি বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে গরুর মাংসের দাম অনেক বেশি।’

তিনি বলেন, ‘এখানে আমরা বাজার ব্যবস্থাপনা দেখছি না। বাজার ব্যবস্থাপনা দুর্বলতা থাকায় যে কোনো ধরনের সংকট সৃষ্টি হলে, সেই সংকটের সুযোগ নিয়ে বাজারে যে সীমিত সংখ্যাক প্লেয়ার বা আমদানিকারক রয়েছে, তারাই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে।’

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ তেল-মাংস বাজারদর সিপিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর