Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাহিদার ৮ শতাংশ মেডিকেল ডিভাইস দেশে তৈরি হয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ২২:৫৩

ঢাকা: চাহিদার মাত্র ছয় থেকে আট শতাংশ মেডিকেল ডিভাইস দেশে উৎপাদন হয়। বাকিটা আমদানি নির্ভর। তবে দেশে এই মুহূর্তে মেডিকেল ডিভাইসের কোনো সংকট নেই। ডলারের দাম বেশি হলেও আমদানিকারকরা ডিভাইস নিয়ে আসছে।

সোমবার (২৭ মার্চ) ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান। ঔষধ প্রশাসন অধিদফতরে মেডিকেল সরঞ্জাম ও ডিভাইস উৎপাদনে অগ্রসর হতে মেডিকেল সরঞ্জাম উৎপাদক ও আমদানিকারকদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বাংলাদেশে মেডিকেল সরঞ্জামের চার হাজার কোটি টাকার মার্কেট। ডিভাইস শুধুমাত্র আমদানিনির্ভর হওয়ায় আমাদের অনেক বৈদেশিক মুদ্রা খরচ হয় এবং প্রয়োজনের সময় পাই না। দেশে সক্ষমতা বাড়াতে আমরা উদ্যোক্তা, আমদানিকারক ও সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছি। এর সঙ্গে বিশেষজ্ঞ যারা এসব সামগ্রী ব্যবহার করে তাদের চাহিদা কী পরিমাণ তা জানার জন্য বলেছি।’

তিনি বলেন, ‘সবার পরামর্শক্রমে আমরা কীভাবে ডিভাইসগুলোর উৎপাদন বাড়াতে পারি তা নিয়ে আলোচনা করেছি। আমাদের দেশে সবকিছু উৎপাদন সম্ভব। আমরা টেকনিক্যালি অনেক অগ্রসর। আমাদের যথেষ্ট পরিমাণে টেকনিক্যাল পারসন রয়েছে।’

মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজকের বৈঠকে নতুন তিনটি সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো- সরকার যাতে কম মূল্যে উৎপাদকদের ভূমি দেয় সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকারের কাছে আমরা আবেদন জানাব যেন বেজা, বেপজা এসব এলাকায় স্বল্পমূল্যে তাদের ভূমির ব্যবস্থা করে দেওয়া হয়। যাতে এসব জায়গায় ১০০ ভাগ রফতানিমুখী সুবিধা পাওয়া যায়। ঋণের সুদের হারের বিষয়ে এসএমই ও সরকারের যেসব খাত আছে সেখানে নির্দিষ্ট হারের চেয়ে কমিয়ে তাদের কীভাবে ঋণ সহায়তা দেওয়া যায়। এবং ডিভাইস উৎপাদনে কাঁচামাল আমদানিতে ট্যাক্স ফি যেন কমানো হয় সেই ব্যবস্থা নেওয়া।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ওষুধ প্রশাসন, এনবিআর, অর্থ, বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব। আমরা আজই চিঠি লিখছি। আজ যেসব সিদ্ধান্ত হয়েছে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে তা এগিয়ে নিয়ে যাব।’

সারাবাংলা/এসবি/পিটিএম

মেডিকেল ডিভাইস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর