বাটা সিগন্যালে ভবনের আগুন নিয়ন্ত্রণে
২৭ মার্চ ২০২৩ ২২:৫৭
ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে নয়তলা একটি ভবনের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘণ্টারও বেশি সময় পর রাত ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৭ মার্চ) সাড়ে নয়টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দায়িত্বপালনকালে একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটে। ৪ থেকে ৫টি দোকান পুড়ে গেছে। পাশাপাশি আরও কিছু ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
তদন্ত সাপেক্ষে কারণ জানা যাবে বলে জানান তিনি।
এর আগে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি ভবনের পঞ্চম তলায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে পৌঁছায়।
সারাবাংলা/আরআইআর/একে