Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৩ ১২:৫১ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৫:০৪

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কোনো সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি, অনানুষ্ঠানিক আলোচনার জন্য কমিশন চিঠি দিয়েছে।

চিঠি দেওয়ার পাঁচদিন পর মঙ্গলবার (২৮ মার্চ) সিইসি নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘মূল জিনিসটা হলো, আমরা কিন্তু সংলাপে আহ্বান করিনি। সংলাপ বিষয়টি আনুষ্ঠানিক। আমরা কোনোভাবেই ওনাদের সংলাপে ডাকিনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও, আনুষ্ঠানিক মানে সংলাপ; অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। অত্যন্ত বিনীতিভাবে এ আহ্বানটা করেছি।’

তিনি বলেন, ‘বিএনপিকে আমন্ত্রণ জানানোয় সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। বিএনপিকে চিঠি দেওয়ায় ইসির কোনো কূটকৌশল ছিল না, নেই কোনো মহলের চাপও।’

সিইসি আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বলা হচ্ছ বিএনপি মহাসচিবকে সংলাপের জন্য পত্র দিয়েছি। বিষয়টি আনুষ্ঠানিক নয়, একটি চিঠি দিয়েছিলাম বৃহস্পতিবার শেষ বেলায়। আমার মনে হয়, চিঠিটা ওনারা (বিএনপি) পেয়েছেন। আমার কাছে কোনো জবাব আসেনি। ধরে নিচ্ছি উনারা পেয়েছেন।’

সারাবাংলা/জিএস/ইআ

সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর