Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁও ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৩ ১৩:৫৪

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপড়ে আব্দুর রাজ্জাক ব্যপারী (৪৫) নামে এক রিকশা চালক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।  সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা রিকশাচালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর দুই ছিনতাইকারীকে আটক করে ছিনতাই হওয়া ব্যাটারীচালিত রিকশাটি উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আহত রাজ্জাকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। বর্তমানে তিনি খিলগাঁও ভুইয়াপাড়া এলাকায় থাকেন।

রাজ্জাক ব্যপারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আহমেদ পারভেজ জানান, রাতে আহত অবস্থায় পুলিশের সহায়তায় আব্দুর রাজ্জাককে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তখন আহত রাজ্জাকের কাছ থেকে জানতে পারেন, কয়েকজন ছিতাইকারী যাত্রীবেশে তার রিকশায় উঠেছিল। ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তার পিঠে ছুরিকাঘাত করে। তখন তিনি রাস্তায় পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাটারীচালিত রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম জানান, অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। ব্যাটারী চালিত রিকশাটিও উদ্ধার করা হয়। আহত রিকশাচালক গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি রয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

অটোরিকশা ছিনতাই

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর