শিশুকন্যা অপহরণ : থানায় প্রতিকার না পেয়ে আদালতে মা
২৮ মার্চ ২০২৩ ১৯:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১০ বছরের এক মেয়েকে অপহরণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। এতে সবজি বিক্রেতা এক যুবককে আসামি করা হয়েছে। থানায় অভিযোগ করে প্রতিকার না পেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা মামলার আরজিতে উল্লেখ করেছেন শিশুটির মা।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন শিশুটির মা।
বাদীর আইনজীবী গোলাম মওলা মুরাদ সারাবাংলাকে জানিয়েছেন, মামলার আরজিতে বাদীর আনা অভিযোগ শুনানির পর আমলে নেন আদালত। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান।
আসামি মো. রুবেল (৩৫) নগরীর পাহাড়তলী থানার কাজীরদীঘি এলাকার বাসিন্দা। তিনি ভ্যানে করে সবজি বিক্রি করেন।
মামলার আরজিতে বলা হয়েছে, নগরীর পাহাড়তলী থানার কাজীরদিঘী এলাকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর গত ২১ মার্চ বিকেল থেকে সন্ধান মিলছে না। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে তাকে ওইদিন দুপুরে স্কুলের সামনে সবজি বিক্রেতা রুবেলের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এর আগে শিশুটি তার মায়ের কাছে বিড়ালছানা কেনার আবদার করেছিল। চাকরিজীবী মা বেতন পেলে কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শিশুটি জানিয়েছিল, সবজি বিক্রেতা রুবেল তাকে বিড়ালছানা এনে দেবে। তবে মা ও দাদী অপরিচিত লোকের কাছ থেকে বিড়ালছানা নিতে নিষেধ করেন।
মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দু’জনের কথোপকথনের সময় রুবেলের হাতে বাজারের থলে এবং সেখানে একটি বিড়ালছানা দেখা যায়। রুবেলের কাছ থেকে শিশুটিকে সেই থলে নিতেও দেখা যায়। এরপর তাদের আর দেখা যায়নি।
পাহাড়তলী থানায় অভিযোগ করার পর পুলিশ রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। এরপর রুবেল দাড়ি কেটে বেশভূশা পরিবর্তন করে এলাকায় অবস্থান করছে বলে অভিযোগ করা হয়েছে।
সারাবাংলা/আইসি/একে