দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ
২৮ মার্চ ২০২৩ ২১:১৬
ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (বিজিবি-৫)-এর উদ্যোগে ধানমন্ডি আবাহনী মাঠে ৫ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। এ সময় ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, উপঅধিনায়ক মেজর মাহবুবুর রহমান এবং ঢাকা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সামিন মনোয়ার উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণকালে অধিনায়ক বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সবাইকে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।’
প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সঙ্গে একাত্মতা পোষণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পিলখানায় অনুষ্ঠিতব্য ইফতার পার্টি স্থগিত করে সারাদেশে মাসব্যাপী ইফতারী বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিজিবি আজ ধানমন্ডির আবাহনী মাঠে ৫ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেছে। বিজিবির এই মহতী উদ্যোগ শুধু আজই নয়, সারা রমজান মাসব্যাপী চলমান থাকবে।
এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সারাবাংলাকে বলেছেন, ‘এই আয়োজন শুধু ঢাকা শহরেই নয় বরং সারাদেশে বিজিবির পক্ষ থেকে স্থানীয় গরীব ও অসহায় দুস্থ মানুষদের প্রতিদিন এই ইফতার বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী চলবে এই আয়োজন।’
সারাবাংলা/ইউজে/একে