Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নূরে আলম সিদ্দিকী মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১১:১১

ঢাকা: স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি নূরে আলম সিদ্দিকী মারা গেছেন। তার ছেলে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোর সাড়ে চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূরে আলম সিদ্দিকী। আজ বাদ জোহর ঝিনাইদহ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ছিল নূরে আলম সিদ্দিকীর। সত্তুরের দশকের তুখোড় এই ছাত্রনেতা মুক্তিযুদ্ধের সময় ১৯৭০-১৯৭২ পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধুর চার খলিফাখ্যাত ছাত্রনেতাদের মধ্যে জ্যৈষ্ঠ। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন।

স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নূরে আলম সিদ্দিকী।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/আইই

টপ নিউজ নূরে আলম সিদ্দিকী

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর