ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই
২৯ মার্চ ২০২৩ ১২:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ফটিকছড়িতে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জায়গা-জমির বিরোধের জেরে প্রতিবেশিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেছিলেন তারা। পরিকল্পনা ফাঁস হয়ে নিজেরাই পুলিশের হাতে ধরা পড়েন। তাদের কাছ থেকে একটি এলজি, দু’টি কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন- সজল কান্তি দে (৫৮) ও নাছির উদ্দিন (৩৫)।
জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘নাছির নামে একজন কল দিয়ে জনৈক নিকাশ চন্দ্রের বাড়িতে অস্ত্র মজুদ থাকার তথ্য দেয়। এ তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করি। তবে শুরু থেকে আমাদের কাছে এ ঘটনা রহস্যজনক বলে মনে হচ্ছিল।’
‘আমরা সংবাদদাতা নাছিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। নাছির জানায়, দুই প্রতিবেশি সজল ও নিকাশের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। নিকাশকে ফাঁসাতে তার বাড়িতে সজল অস্ত্র রাখার পরিকল্পনা করেন। নাছির এ কাজে সজলকে সহযোগিতা করেন।’
নাছিরের তথ্যে সজলকে গ্রেফতারের পর দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে ওসি ফারুকী জানান।
সারাবাংলা/আইসি/ইআ