হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
২৯ মার্চ ২০২৩ ২২:১৬
ঢাকা: রাজধানীর হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হোসাইন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২৯মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় এলাকায় ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে আহসান মারা যায়।
পোস্তগোলা ফায়ার স্টেশনের পরিদর্শক যুগল বিশ্বাস জানান, বিকেলে একটি মোটরসাইকেল যোগে দু’জন ধোলাইপাড় দিয়ে হানিফ ফ্লাইওভারের উপরে উঠলে সেটি নিয়ন্ত্রণ হারায়। এতে সেটি ফ্লাইওভারের ঢালে পড়ে গিয়ে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়।
আহসানের মা রোকসানা পারভীন জানান, তাদের বাসা জুরাইন কুসুমবাগ এলাকায়। আহসান জুরাইন নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষে পড়ে। বিকেলে বন্ধুর সঙ্গে নীলক্ষেত যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয় আহসান। সন্ধ্যার দিকে ছেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে যান।
আহত ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, ফাতিন নটরডেম বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাদের বাসা জুরাইন খন্দকার রোডে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত একজনকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম