Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবেদন শোনেননি শিক্ষক, ছাদ থেকে লাফ দেওয়া ছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ১২:২২

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে ক্লাসে অনুপস্থিত থাকায় তাকে পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা দিয়েছিল। গত ২২ মার্চ তিনি একটি আবেদনপত্র নিয়ে শিক্ষকের কাছেও যান কিন্তু তার আবেদন গ্রহণ করা হয়নি। এর জেরেই ২৩ মার্চ মারিয়া ছাদ থেকে লাফ দিয়েছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া জানান, গত ২৩ মার্চ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছাদ থেকে পড়ে আহত হয়েছিল। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মারিয়া নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ফয়েজ উদ্দিনের মেয়ে। শেরেবালা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ২য় সেমিস্টারের ছাত্রী ছিলেন মারিয়া। থাকতেন শেখ হাসিনা হলের ৭০৩ নম্বর কক্ষে।

হাসপাতালে মৃত মারিয়ার সহপাঠীরা অভিযোগ করে বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে মারিয়ার ক্লাসে উপস্থিতি ছিলো ৫০ শতাংশের কম। এ কারণে তিনি পরীক্ষায় অংশ নিতে পারছিলেন না। গত ২২ মার্চ একটি আবেদন পত্র নিয়ে শিক্ষকের কাছে যান মারিয়া। কিন্তু তার আবেদন গ্রহণ করা হয়নি। হলে বেড়াতে আসা তার মায়ের সঙ্গেও এ নিয়ে আক্ষেপ করেন মারিয়া, কান্নাকাটিও করেন। পরদিন ২৩ মার্চ সকাল ৯টার দিকে মাকে রুমে রেখে তিনি বের হন। এর কিছুক্ষণ পর হলের ছাদ থেকে মারিয়া লাফিয়ে নিচে পড়েন।’

বিজ্ঞাপন

এরপর গুরুতর আহত মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়, বলে জানান স্বজনরা।

সারাবাংলা/এসএসআর/এমও

ছাত্রীর মৃত্যু শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর