ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ
৩০ মার্চ ২০২৩ ১৩:৫৭
ঢাকা: ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন এই ৬ দিন ফেরি দিয়ে সাধারণ ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘ঈদের সম্ভাব্য তারিখ আগামী ২২ এপ্রিল। ঈদ সামনে রেখে আমরা বৈঠক করেছি। ঈদের সময় সড়কে গাড়ির চাপ কমানোর পাশাপাশি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবারও ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিন দিন ও পরের তিনদিন মোট ছয় দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।’
তিনি আরও জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। শুধু মাওয়া হাইওয়ে না, ধীরে ধীরে দেশের সব হাইওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হবে। এটার গতিসীমাও লিমিট করে দেওয়া হয়েছে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এ ধরনের হাইওয়েতে মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা নেই। এগুলো আমাদের মানতে হবে।’
শিমুলিয়া ঘাট দিয়ে ফেরি চলাচলের একটা দাবি রয়েছে চালকদের এ বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘শিমুলিয়া ঘাট দিয়ে ফেরি চলাচল আগেই বন্ধ হয়ে গেছে। যদি নতুন করে চালু করতে হয় তাহলে সড়ক বিভাগের সঙ্গে কথা বলতে হবে। কারণ শিমুলিয়ায় যদি আমরা ফেরি চালু করি তাহলে দুইবার পদ্মা সেতু ক্রস করতে হয়ে। সেখানে তাদের অনুমতির প্রয়োজন রয়েছে। অন্যদিকে আমরা যদি সরাসরি চ্যানেল তৈরি করি সেখানে বিদ্যুৎ বিভাগের অনুমতি লাগবে। সেখানে অনুমতি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/জেআর/এমও