।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আসলাম (৪0) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক ডিবি পুলিশের হাতে আটক ছিলেন ।
রোববার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
ডিবির (পশ্চিম) পরিদর্শক মো. মাহবুব বলেন, ‘অাসলামের পেটে ব্যথা ছিল। তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’
ওই যুবক কোথা থেকে, কবে আটক হয়েছিলেন তা জানাতে পারেননি ডিবির পরিদর্শক মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’
সারাবাংলা/এসএসআর/একে