Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার ওপর আঘাত এলে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ১৬:৫৭

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মহান স্বাধীনতা দিবসের সঙ্গে আমাদের আবেগ অনুভূতি জড়িয়ে আছে। সেই স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে মিথ্যা উদ্বৃতি দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধমূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।

এসময় তিনি বলেন, দেশের স্বাধীনতার উপর আঘাত আসলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব।

শুক্রবার (৩১ মার্চ) সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। সেই স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে মিথ্যা উদ্বৃতি দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধমূলক কর্মকাণ্ড। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটি ষড়যন্ত্র। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা যৌক্তিক। আমাদের মূল জায়গা স্বাধীনতা। স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। জনগণও সেটাই প্রত্যাশা করে।’

তিনি বলেন, ‘এতে যাদের মনে আঘাত লাগছে, বুঝতে হবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। সংবাদটি সরিয়ে দিয়ে এটা যে ষড়যন্ত্র, তা প্রমাণ করেছে প্রথম আলো। সেই বাচ্চা তো ওইসব কথা বলেনি, পরে টিভির সাক্ষাৎকারে সে বলেছে।’

হানিফ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিল, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, যা ওই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র, যা মেনে নেওয়া হবে না।’

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর