Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না: খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ২২:৫৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ১১:০৮

ঢাকা: সংবিধানের দোহায় দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার খালি সংবিধানের দোহাই দেয়। দিনের ভোট রাতে করা সংবিধান লঙ্ঘন নয়? বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া সংবিধান লঙ্ঘন নয়?’

তিনি বলেন, ‘সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য। দেশের শান্তির জন্য। দেশের মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য। সুতরাং সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন দিন। সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধান সংশোধন করতেই হবে। সংবিধানের দোহাই দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে বর্তমানে জীবনের কোনো নিরাপত্তা নেই। সম্প্রতি নওগাঁয় জেসমিন আক্তারকে তুলে নিয়ে হত্যা করা হল, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে। তার আগে সুপ্রিমকোর্ট বার নির্বাচনে সাংবাদিকদের পেটানো হয়েছে। আজকে বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ৭১ শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে, ৩৭ শতাংশ পরিবার মাঝে মধ্যে একবেলা খেয়ে থাকছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র।’

সংগঠনের সভাপতি প্রকৌশলী এটিএম সামস উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (এ্যাব) সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহ-সভাপতি প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

বিএনপি রাজনীতি সংবিধান

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর