Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারকে বিদায় করাই জনগণের একমাত্র আওয়াজ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৩ ২০:৫০

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেনছেন, ‘আমাদের যে বর্তমান সংকট, সরকার এই সংকট উত্তরণ করতে পারবে না। তাই অনতিবিলম্বে এই সরকারকে বিদায় করাই হচ্ছে জনগণের একমাত্র আওয়াজ।’

শনিবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না। আর বিএনপি যখন ক্ষমতায় এসেছে গণতন্ত্রকে এনেছে। তাই বিএনপিকে এদেশের জনগণকে নিয়ে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে এই সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই।’

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরা সহজে যাবে না। গত পরশুদিন ইলেকশন কমিশনে একটি মিটিং হয়েছে।’

সেই মিটিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের সব ব্যবস্থা গ্রহণ কর, প্রয়োজনে আগাম নির্বাচনের জন্যও ব্যবস্থা গ্রহণ কর। অর্থাৎ তারা এখন ভিন্ন কৌশল নিতে চায়। আগাম নির্বাচন করে জাতিকে বোকা বানিয়ে তারা আগের মতো নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করবে।

‘আমরা পরিস্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এবার আর জনগণ আপনাদের কোনো কৌশলকেই সফল হতে দেবে না, আপনাদের কোনো ফাঁদে পা দেবে না। এবার জনগণ প্রতিরোধ গড়ে তুলে আপনাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে।’

তিনি বলেন, ‘এই সরকার ফ্যাসিস্ট সরকার, এ্ই সরকার গণতন্ত্র মানে না, এই সরকার মানুষের মতামতকে কোনো গুরত্ব দেয় না এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। তারা সব নির্বাচন করেছে ভোট ছাড়াই। তারা জোর করে বন্দুক-পিস্তল নিয়ে ক্ষমতা আঁকড়ে আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘তাদেরকে কারা সাহায্য করছে? আজকে দুর্ভাগ্যজনকভাবে জনগণের বেতনের আপনার যাদের জীবন চলে তারা আজকে ওদের সহযোগিতা করছে। এদেশের প্রশাসন, এদেশের পুলিশ, এদেশের আইনশৃঙ্খলা বাহিনী এই বৈআইনি, অবৈধ সরকারকে জনগণের সাথে যাদের সম্পর্ক নাই তাদেরকে টিকিয়ে রাখছে।’

‘আমরা পরিষ্কার করে বলতে চাই যে, এদেশের মানুষ কখনোই অন্যায়কে মেনে নেয়নি, এদেশের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে এবং তারা সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য লড়াই করেছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিনযাপন করছে। না খেয়ে থাকে। অথচ বাংলাদেশ ব্যুরো অব স্টেটেস্টিকস তাদেরকে দিয়ে মিথ্যা তথ্য তৈরি করে জনগণের সামনে এবং বিশ্বের সামনে তারা দেখাতে চায় যে, এই সরকারের উন্নয়ন এমনভাবে বাড়ছে সেখানে বেকারের সংখ্যা নানি গত তিন বছরে কমে গেছে আরও ২৬%। কী মিথ্যা তথ্য। এটি আমার কথা নয় শুধু।এদেশের খ্যাতিমান অর্থনীতিবিদরা বলছেন যে, এগুলো সঠিক তথ্য নয়, এগুলো সব সাজানো তথ্য। এভাবে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, মহিলা দলের আফরোজা আাব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, মহানগর বিএনপির ইশরাক হোসেন, নবী উল্লাহ নবী, জাসাসের জাকির হোসেন রোকন, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্র দলের কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

টপ নিউজ বিএনপি মোশাররফ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর