Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইসহ রিমান্ডে চট্টগ্রামের ‘ইয়াবা গডফাদার’ আশরাফ


৬ মে ২০১৮ ২০:৪০ | আপডেট: ৬ মে ২০১৮ ২০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গ্রেফতার হওয়া ‘ইয়াবা গডফাদার’ আশরাফ আলী (৪৭) ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৬ মে) শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী সারাবাংলা’কে বলেন, আশরাফ ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা

এর আগে, গত বৃহস্পতিবার (৩ মে) গভীর রাতে নগরীর হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায় আশরাফ আলীর ফ্ল্যাটের শয়নকক্ষ ও গ্যারেজে রাখা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় আশরাফের সঙ্গে তার ভাই মো. হাসানকেও (২২) আটক করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর