Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক নয়

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৩ ১৫:১৪

ফাইল ছবি

ঢাকা: যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২ এপ্রিল) ইকুইটি রাইটস এন্ড গভর্নেন্স ট্রাস্টের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এন্ড ড্রাফটিং শাখার সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. মনজুর আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

যৌতুকের জন্য মৃত্যু ঘটানো শাস্তির বিধান উল্লেখিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় বলা হয়েছে, ‘মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উভয় ক্ষেত্রে উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।

এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে হাইকোর্টে রিট করে সংগঠনটি।

আজ ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

সারাবাংলা/কেআইএফ/ এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর