Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইপার কলোনির আগুনে দগ্ধ শান্তি রানির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৩ ১৪:৫১

ঢাকা: রাজধানীর ওয়ারী সুইপার কলোনিতে আগুনের ঘটনায় স্বামীর মৃত্যুর পর মারা গেলেন দগ্ধ স্ত্রী শান্তি রানি দাস (২৭)।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে শান্তি রানি মারা গেছেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হলে সেখানে তিনি মারা গেছেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মারা যান তার স্বামী রাজু বসাক (৩৬)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

বর্তমানে রাজুর মা কান্তা রানী দাস (৬০) ১০ শতাংশ ও দুই ছেলে লক্ষণ (৩) ১৮ শতাংশ ও কৃষ্ণ (৭) ১৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে।

এর আগে, সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

সারাবাংলা/এসএসআর/ইআ

আগুনে দগ্ধ সুইপার কলোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর