Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্থ সাউথের শিক্ষার্থী নিহত: কাভার্ডভ‍্যান চালক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৩ ১৫:৪০

ঢাকা: রাজধানীর লালবাগের কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে আহরণকারী সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক শিক্ষার্থী নিহতের মামলায় কাভার্ডভ‍্যানের চালক শামিম মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২ এপ্রিল) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর মো. আকতার হোসেন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী বাসুদেব গুহা, মরিনাল কান্টি বাড়ই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আসামি জামিনের আবেদন না মঞ্জুর করে একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লালবাগ বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ‍্যানের চাপায় সানজিদা নিহত হন।

জানা গেছে, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন। লালবাগ বেড়িবাঁধ এলাকায় পোঁছালে একটি কাভার্ডভ‍্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এ সময় সানজিদা পেছন থেকে পড়ে যায়। এরপর ওই কাভার্ডভ‍্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়। পরে সেখান থেকে সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানজিদার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেটপুর এলাকায়। তিনি ওই এলাকার আবু তাহেরের মেয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

চালক রিমান্ড নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর