হিলি স্থলবন্দরে ভারতের সহকারী হাই কমিশনার সঙ্গে বৈঠক
২ এপ্রিল ২০২৩ ১৭:৪৩
দিনাজপুর: আমদানি-রফতানি আরও গতিশীল করতে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।
রোববার (২ এপ্রিল) আড়াইটার দিকে হিলি পানামা পোর্ট সম্মেলন কক্ষে প্রথমে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে পরে আমদানি-রফতানিকারক গ্রুপ অফিসে বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠক করেন। এর আগে, হিলি স্থলবন্দর পরিদর্শন করেন তিনি এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।
বৈঠকে হিলি কাস্টমসের উপ-কমিশনার বায়েজিদ হোসেন, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত আমদানি-রফতানিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে আমদানি-রফতানি বাড়াতে ভারতের রাস্তা প্রশস্তকরণ, ভারতের ভেতরে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস চালু, ভারতে পণ্য রফতানি চালু করতে কোয়ারান্টাইন অফিস স্থাপন, ব্যবসায়ীদের বিজনেস ভিসা সহজকরণ ও রেল যোগাযোগ ব্যাবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সারাবাংলা/পিটিএম