Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা যায় না: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৩ ২০:১০ | আপডেট: ৩ এপ্রিল ২০২৩ ১০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা : সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ আইন কোনোমতেই বাতিল করা যায় না।

রোববার (২ এপ্রিল) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইজিপির সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। অনেক মামলা, সেগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা নিয়ে আমরা আলাপ-আলোচনা করি। মামলা জট কমানোর জন্য আলাপ-আলোচনা করি। সেই আলোচনার জন্য তিনি এসেছিলেন। এতটুকুই হয়েছে।’

বিজ্ঞাপন

প্রথম আলোর সম্পাদক জামিন এবং একজন সাংবাদিক জেলে রয়েছেন, এ বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা খুব ভালো করেই জানেন, আমি বিচারাধীন বিষয়ে কারও সঙ্গে আলোচনা করি না। এটি আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নেবে সেটিই আমাদের মানতে হবে।’

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। এটি বাতিলের দাবি উঠেছে— এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করতে অতি প্রয়োজনীয় একটি আইন। এই আইন কোনোমতেই বাতিল করা যায় না।’

‘আইনটির অপব্যবহার হচ্ছে’— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘সেটি তো আমরা দেখছিই।’

সারাবাংলা/জিএস/একে

আইমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর