ঢাকা: ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে গ্রেফতার হওয়া দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শাসসের বাসায় গিয়ে তার মাকে স্বান্তনা দিয়েছে বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধি দল।
সোমবার (৩ এপ্রিল) সকাল ১১টায় বিএনপির প্রতিনিধি দলটির শামসুজ্জামানের বাসায় গেলে তার মা কান্নায় ভেঙে পড়েন।
এ সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত উপস্থিত ছিলেন। তারা শামসের মাকে স্বান্তনা জানান।