নরসিংদীতে ট্রলির চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
৩ এপ্রিল ২০২৩ ১৫:০৭
নরসিংদী: নরসিংদীর পলাশে ইট বোঝাই ট্রলির চাপায় সাকিব হাসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলকায় এ ঘটনা ঘঠে।
নিহত সাকিব পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে দক্ষিণ দেওড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাকিব ও তার বড় ভাই রাকিবের সঙ্গে শেখ মটোরসাইকেলে করে উপজেলার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি দক্ষিণ দেওড়া এলাকার পলাশ ফার্টিলেইজার রোডে পোঁছালে পিছন থেকে একটি ইট বোঝাই ট্রলি মোটরসাইকেটিকে ধক্কা দেয়। এ সময় সাকিব ছিটকে ট্রলির নিচে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল চালক নিহতের বড়ভাই রাকিব গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, ট্রলি চাপায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
সারাবাংলা/ইআ