Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের হাতে দেশ নিরাপদ নয়: গণতন্ত্র মঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ১৭:৪৫

ঢাকা: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু ও মহান স্বাধীনতা দিবসের এক প্রতিবেদনের প্রকাশে পর সাংবাদিককে কারাগারে পাঠিয়ে তুমুল সমালোচনার মুখে সরকার টালমাটাল হয়ে পড়েছে। জনগণ বুঝতে পারছে এ সরকারের হাতে দেশ নিরাপদ নয়।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ কথা বলেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা, র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও রাজনৈতিক পরিষদের সদস্য মনিরউদ্দিন পাপ্পু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঢাকা মহানগর সমন্বয়ক সাধনা মহল, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ও ঢাকা মহানগর সমন্বয়ক সাধনা মহল প্রমুখ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘পত্রিকায় এক সংবাদ প্রকাশের পর এই সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে, প্রশাসনকে বা নিজ দলকে যেভাবে মাঠে নামিয়ে দিয়েছে তাতে প্রমাণিত হয় এই সরকারের দেওলিয়াত্ব। এই সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে; আত্মবিশ্বাসহীন এই সরকার এখন নির্মূল হওয়ার পথে। দেশকে মগের মুল্লুকে পরিণত করে এখন নিজেরাই আছে মহাটেনশনে। একটি সপ্তাহ পার হলে অন্য সপ্তাহটি কী করে যাবে সে নিয়ে তারাই নার্ভাস।’

বিজ্ঞাপন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘মানুষ বাস্তব জীবনের অভিজ্ঞতায় যখন ফুঁসে ওঠে তখন তাদের জন্য দরকার হয় দমন নিপীড়ন ও ভয় দেখানো। দমন নিপীড়ন ও ভয় দেখানোর সমস্ত আয়োজন তারা পাকাপোক্ত রেখেছে। আর ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে- দমন নিপীড়ন এবং ভয় দেখানোর আরেকটা অস্ত্র।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, ‘২০১৮ সালে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে সরকার জাতীয় সংসদকে ব্যবহার করে, সংবিধানকে ব্যবহার করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণবিরোধী আইন তৈরি করেছে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার এখন ভয়ে আছে, কারণ তারা জানে সর্বস্তরের মানুষ এখন প্রতিবাদ করতে শুরু করেছে। জনগণ বলছে, এ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। আগামী নির্বাচন সরকার করতে পারবে কী না এ নিয়ে বিরাট সংশয়ে আছে তারা। কারণ, বিশ্ববাসী জেনে গেছে, এ দেশে কোনো ভোটাভুটি হয় না, এ দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’

ঈদুল ফিতরের পরে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদলগুলো যুগপৎ ধারায় গণআন্দোলন, গণসংগ্রামের ধারা আরও জোরদার করবে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

গণতন্ত্র মঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর