Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বলছে বঙ্গবাজার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট

সারাবাংলা ডেস্ক
৪ এপ্রিল ২০২৩ ০৮:১৩

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। আগুন লাগার খবর পেয়ে সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় এবং ৬টা ১২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৫০টি ইউনিট সেখানে কাজ করছে।

বিজ্ঞাপন

রাফি আল ফারুক বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এখন পর্যন্ত হতাহতের খবরও পাওয়া যায়নি।’ আগুন নেভাতে আরও ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে দোকান মালিকরাও ছুটে গেছেন ঘটনাস্থলে। ফায়ার সার্ভিসকে সহায়তা করা এবং দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকে।

সারাবাংলা/এসএইচএস

আগুন বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর