‘বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’
৪ এপ্রিল ২০২৩ ০৯:৪১
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
হানিফ ফ্লাইওভারের ওপর থেকে, পুলিশ সদর দফতর থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
বঙ্গবাজারের এই মার্কেটটিতে সবগুলো দোকানই কাপড়ের। মঙ্গলবার (৪ এপ্রিল) জীবন জীবিকা শুরুর আগেই সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন ব্যবসায়ীরা। আগুনের ভয়বহতা দেখে তারা রাস্তায় বসে কাঁদছেন আর বলছেন সব শেষ হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের লেলিহান শিখার কাছে পানি কোনো কাজ করছে না। পানিরও সংকট দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস সবার সহযোগিতা চেয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সাহায্যকারী দল কাজ করছে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
সারাবাংলা/ইউজে/এমও