Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুড়ে ছাই বঙ্গবাজারের দোতলা মার্কেট, এখনও নেভেনি আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ০৯:৫৮

ঢাকা: প্রায় ৪ ঘণ্টা পার হয়ে গেলেও বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের ছাইয়ের মধ্যে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ৫০ ইউনিট কাজ করছে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, বঙ্গবাজারে ছোট-বড় মিলিয়ে তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই কাপড়ের। আগুনে সব দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।


এরইমধ্যে আগুন বঙ্গবাজারসংলগ্ন অ্যানক্স ভবনেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভবনের ৫ম তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের লেলিহান শিখার কাছে পানি কোনো কাজ করছে না। পানিরও সংকট দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস সবার সহযোগিতা চেয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সাহায্যকারী দল কাজ করছে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

সারাবাংলা/এমও

বঙ্গবাজার বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর