Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ আহত পাঁচ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১০:৩৪

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ারম্যান মেহেদী হাসান (২৩), আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫)। এছাড়া আহত হয়েছেন দোকান কর্মচারী শাহিন (৪৫) ও নিলয় (২৩)।

লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ জানান, অ্যানেক্স টাওয়ারের ৪ তলায় ঢুকেছিলেন ফায়ারম্যান মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তাকে বের করা হয়। এরমধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুই জন কর্মী ও দুই দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরে আঘাত রয়েছে, তবে কারও আঘাতই গুরুতর নয়।

সারাবাংলা/এসএসআর/এমও

টপ নিউজ ফায়ার সার্ভিস বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর