ফায়ার সার্ভিস সদর দফতরে উত্তেজিত জনতার হামলা
৪ এপ্রিল ২০২৩ ১০:৪৬
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দফতর থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে একে একে যোগ দেয় মোট ৫০টি ইউনিট।
এদিকে উত্তেজিত জনতা সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের সদর দফতরে ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বলেন, ‘আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে গিয়ে আহত হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দফতরে এসে অফিসে হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে।’
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উত্তেজিত জনতা প্রধান কার্যালয়ের সামনে থেকে সরে গেছে।
এদিকে বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলেও জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টার পরেও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্মরণকালের ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবাজার ও আশেপাশের বেশ কয়েকটি মার্কেট।
সারাবাংলা/জিএস/এমও