‘এখন আমি পথের ফকির’
৪ এপ্রিল ২০২৩ ১২:১৯
ঢাকা: প্রায় ৩১ বছর প্রবাসে কাটিয়ে দেশে এসে নিজের সব জমানো টাকা দিয়ে বঙ্গবাজারে ৬টা দোকান কিনেছিলেন কাজল ইসলাম। চোখের সামনে নিজের দোকান পুড়তে দেখে হাউমাউ করে কাঁদতে থাকেন কাজল।
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ৬টা দোকানে কোটি টাকার ওপরে মালামাল ছিলো, সব শেষ। এক টাকার মালও বাইরে বের করতে পারিনি। আমি এখন পথের ফকির। এখন আমি করবো। কিভাবে আমার সংসার চলবে?’
ঈদ সামনে রেখে কোটি টাকার উপরে বিভিন্ন গার্মেন্টসের পণ্য কিনেছিলেন তিনি। স্বপ্ন ছিলো ঈদে এসব পণ্য বিক্রয় করে কিছু ঋণ পরিশোধ করবেন। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেলে।
আগুনে তিনি নিঃস্ব হয়ে গেছেন। ‘পথের ফকির হয়ে গেলাম’ বলে কান্নায় ভেঙে পড়েছেন কাজল ইসলাম।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছেন ‘মা-বাবা এন্টারপ্রাইজের দোকানি কাজল ইসলাম।
সারাবাংলা/এআই/এমও