Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিডিপি প্রবৃদ্ধি ৫.২ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৩:১১

ঢাকা: মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.২ শতাংশ। তবে আগামী ২০২৩-২৪ অর্থবছরে সেটি বেড়ে গিয়ে ৬.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট-২০২৩ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

এ সময় বক্তব্য দেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায় সেক। তিনি বলেন, ‘বাংলাদেশ কোভিডের সময় ভালোভাবে সামাল দিতে পেরেছে। বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। ফলে মূল্যস্ফীতি বেড়ে গেছে। সব কিছু মিলিয়ে চলতি অর্থবছর ৫.২ শতাংশ প্রবৃদ্ধি খারাপ অর্জন হবে না।’

সারাবাংলা/জেজে/এমও

জিডিপি প্রবৃদ্ধি বিশ্বব্যাংক

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর