Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে, নির্বাপণে লাগবে আরও সময়

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৪:০১

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারের আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেছেন, এখন আর আগুন ছড়াতে পারবে না তবে পুরাপুরি নির্বাপণ করতে আরও এক ঘন্টা সময় লাগবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারের আগুন লাগার বিষয়ে অধিদফতরের প্রবেশ গেট এক প্রেস ব্রিফে তিনি এসব কথা বলেন।

ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আগুন দুপুর ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে চলে আসে। সম্পূর্ণভাবে নির্বাপণ করতে আমাদের আরও ১ ঘন্টা সময় লাগবে। আজকে আগুন নিয়ন্ত্রণে ২০০ অ‌ধিক সেনাবা‌হিনী সদস‌্য অংশ নি‌য়ে‌ছেন। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের আটজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হ‌য়ে‌ছে। দুইজন ফায়ার সার্ভিস কর্মীর অবস্থা আশংঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘২০১৯ সালের বঙ্গবাজারকে ঝু‌কিপূর্ণ এলাকা বলে ঘোষণা করা হয়েছে। ১০ বারের মত নোটিশও দেওয়া হয়েছে কিন্ত কোনো কাজ হয়নি। আগুন লাগার খবর পাওয়া মাত্র আমাদের টিম কাজ শুরু করেছে। তবে বাতা‌সের কার‌ণে দ্রুত আগুন ছ‌ড়ি‌য়ে‌ছে পড়ায় নেভাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে।’

ফায়ার সা‌র্ভিস দফতরে হামলার ক্ষোভ প্রকাশ ক‌রেন তিনি বলেন, ‘উৎসক জনতার কারণে আমাদের আগুন নেভাতে বেগ পে‌তে হয়েছে। কি কারণে সা‌র্ভিস দফতরে হামলা করা হয়েছে তা তদন্ত করে দেখা হবে। তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এক প্রশ্নে উত্তরে তিনি আরও বলেন, ‘কি কারণে ঠিক বঙ্গবাজারে আগুন লেগেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানতে পারিনি। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য আমাদের সামনে আসবে।’

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুনের সুত্রপাত হয়।

সারাবাংলা/ইউজে/আই/ইআ

বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর