Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারে আগুনের ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৪:৪২

ঢাকা: বঙ্গবাজারে আগুনের ঘটনায় মনখারাপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রাণহানি হয়নি। এটিই বড় স্বস্তির বিষয়। এই বাজারে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ব্যবসা ও কেনাকাটা করে। ঈদের আগে এ ধরনের ক্ষতি অত্যন্ত দুঃখজনক।’

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে তিনি এই দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘আগুন নেভাতে ফায়ার ব্রিগেডসহ সবাই চেষ্টা করেছেন। জনসাধারণকেও সচেতন হতে হবে।’

বিজ্ঞাপন

ঈদের আগে এক কোটি কার্ডধারীকে দ্বিতীয় কিস্তির খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতে টোল আদায়ের বিষয়ে মত দিয়েছেন তিনি। সেই সঙ্গে গ্রামীণ সড়কগুলো সঠিক ব্যবস্থাপনার জন্য এলজিইডিকে নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নারীদের কাজের হিসাব করতে হবে। আমরা কাজ করছি, জিডিপিতে মহিলাদের কাজের অবদান যুক্ত করতে হবে। উন্নত দেশগুলো এটা করে।’

কৃষিজমিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্কিড, টিস্যু কালচার, সংরক্ষণ করতে হবে এবং আশ্রয়ণ প্রকল্পে যেসব সবজি চাষ হচ্ছে সেগুলো জাতীয় হিসাবে যুক্ত করতে হবে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘বিভিন্ন দেশ আমাদের দেশ থেকে সবজি ও ফল আমদানি করতে চাচ্ছে। এ বিষয়েও ব্যবস্থা নিতে হবে।’

এছাড়া কৃষি জমি অধিগ্রহণ না করা, হাওরে আর কোনো রাস্তা না করা, এনজিওদের কাজের সাইনবোর্ডে সরকারি সংস্থার নাম ব্যবহার করা নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বঙ্গবাজারে আগুন: সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

সারাবাংলা/জেজে/এমও

বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর