Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান বিরোধীদলীয় নেতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৫:৩৪

ঢাকা: প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘তদন্তের মাধ্যমে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশে কিছুদিন পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সম্প্রতি মগবাজারে আগুন, রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড, নারায়ণগঞ্জে পোশাকশিল্পে অগ্নিকাণ্ড, নীলক্ষেতে অগ্নিকাণ্ড, সায়েন্সল্যাব এলাকা, কড়াইল বস্তিতে এবং আজ বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা বিভিন্ন ক্ষেত্রে আমাদের অসতর্কতা, অসাবধানতা, অব্যবস্থাপনা, অসচেতনতা, দায়িত্বে অবহেলার চিত্র সামনে এনেছে।’

আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল। যারা একাজে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।

এছাড়া বঙ্গবাজারে আগুনের ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বঙ্গবাজারে আগুন সুষ্ঠু তদন্ত

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর