Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এফবিসিসিআই সভাপতির সহমর্মিতা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৭:১০ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ১৭:৩৬

ঢাকা: রাজধানীর অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মো. জসিম উদ্দিন। ঈদের আগে এই দুর্ঘটনা ক্ষতিগ্রস্থ ব্যসযায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এ ছাড়া, আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলসহ সাহায্যকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দেশের সর্ববৃহৎ কাপড়ের এই আড়তে আগুনে বহু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

এফবিসিসিআই বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর