বঙ্গবাজারের আগুনের প্রভাব রাস্তায়, বন্ধ আশপাশের সড়ক
৪ এপ্রিল ২০২৩ ১৭:৩১
ঢাকা: মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারের মহানগর শপিং কমপ্লেক্সে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। শুরুর দিকেই মেয়র হানিফ ফ্লাইওভারের একটি অংশে যান চলাচল বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এলে ওই এলাকার আশপাশের সড়ক বন্ধ করে যান চলাচল সীমিত করা হয়। হাইকোর্ট থেকে গুলিস্তান, হাইকোর্টের দিক থেকে বঙ্গবাজার মার্কেট, নর্থ সাউথ রোডের দিক থেকেও বঙ্গবাজারের দিকের যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়। গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, নাজিরা বাজার, আনন্দবাজার সড়কেও যান চলাচল সীমিত করা হয়।
মঙ্গলবার (৪ এপ্রিল) আগুন লাগার পর মেয়র হানিফ ফ্লাইওভারের নিমতলী থেকে ফুলবাড়িয়া মুখের পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি–ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান ।
তিনি জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের মতিঝিলের দিকটা খোলা রাখা হয়েছে। আগুন লাগার পর বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়।
এদিকে দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসার সংবাদ জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
এরপর বিকেল ৪টা পর্যন্ত বঙ্গবাজারের চারদিকে সড়কে গাড়ির জ্যাম দেখা যায়। একইভাবে হানিফ ফ্লাইওভারের উপরেও রাজধানীতে প্রবেশের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিন বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসে ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়।
এদিকে আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।
ব্রিফিংয়ে আগুন পুরোপুরি নেভাতে আরও এক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
সারাবাংলা/এসবি/ইআ