Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফের চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ২০:৪৮

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফের চালু হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে এই সেবা চালু হয় বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে।

বর্তমানে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম চলছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবায় যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, এদিন সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। এক পর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বন্ধ করে দেওয়া হয়।

ওই সময় কর্তৃপক্ষ জানায়, বঙ্গবাজারের পাশেই পুলিশ সদর দফতর। সেখানে এই সেবার টেলিফোন লাইন, পাওয়ার কানেকশনসহ অন্যান্য সরঞ্জাম। আগুন লাগার পর সকাল সাড়ে ছয়টার দিকে ভবনটির পাওয়ার কানেকশান চলে যায়। এর পর ব্যাকআপে সেবা দিয়ে গেলেও সেটি শেষ হয়ে যায়। এক পর্যায়ে সাময়িকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বন্ধ রাখা হয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর