Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ— প্রবাসীদের উদ্দেশে নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ০০:০০

ঢাকা: জাতীয় নির্বাচনের আগে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, যারা ১২ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন, তারা এখন একবার দেশ থেকে ঘুরে আসুন- ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ’। শুধু রাজধানীর উন্নয়নই দেখবেন না, গ্রামে গিয়েও শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখুন।

মঙ্গলবার (৪ এপ্রিল) কানাডা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার মূল শক্তি। সেই শক্তি দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বরের হেফাজতের আন্দোলনকেও আমরা ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দিয়েছি।’

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রবাসীদের উদ্দেশে নানক বলেন, ‘গ্রামে গিয়ে দেখবেন ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাটের পাশাপাশি ৫৪৮টি মডেল মসজিদ নির্মাণ করেছে শেখ হাসিনার সরকার।’ পাশাপাশি বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো সরকারের অর্জন তুলে ধরেন তিনি।

প্রবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। আশা করি, আমাদের প্রবাসীরা অবৈধ পথ পরিহার করে ব্যাংকিং পন্থায় দেশে টাকা পাঠাবেন। এতে করে প্রবাসীদের টাকা যেমন নিরাপদ থাকে, তেমনি দেশের উন্নয়ন কাজেও আসে।’

বিজ্ঞাপন

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটি শান্তি ও উন্নয়নের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উর্বর ক্ষেত্র। যেখানে বিনিয়োগ করার পরিবেশ খুবই বেশি। বিনিয়োগকারী দেশগুলো ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমরা চাই, বাংলাদেশের প্রবাসীরা বিনিয়োগের ক্ষেত্রে সামনের কাতারে এগিয়ে আসুক।’

এ সময় আরও বক্তব্য দেন- কানাডা আওয়ামী লীগ অন্টারিও শাখার সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করিম, গোলাম সারোয়ার, নওশের আলি, সাধারণ সম্পাদক মাসুদ আলি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ কানাডা জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর