Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিডিএ’র সাবেক মহাপরিচালক মাহবুবুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৩ ২০:২২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৩ ০৯:২৬

ঢাকা: ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল ‘রিপ্রোডাক্টিভ হেলথ সিকিং বিহেভিয়ার অফ দ্যা পুওর উইমেন ইন ঢাকা সিটি এন্ড দেয়ার চ্যালেঞ্জ টু একসেস হেলথকেয়ার সার্ভিসেস’। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন আর্মি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. মো. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেনের সই করা ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ৬৭তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ২৯ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৬৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক আর্মি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. মো. শফিকুর রহমান, যশোর ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে সম্পাদিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর গবেষক মো. মাহবুবুর রহমানকে রিপ্রোডাক্টিভ হেলথ সিকিং বিহেভিয়ার অফ দ্যা পুওর উইমেন ইন ঢাকা সিটি এন্ড দেয়ার চ্যালেঞ্জ টু একসেস হেলথকেয়ার সার্ভিসেস— শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হলো।

২০১৯ সালের ৮ মে মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেন।

সারাবাংলা/এসবি/আইই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর