Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারে আগুন: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি মন্টুর

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১৩:২৫

ঢাকা: বঙ্গবাজার আগুন লাগার কারণ উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু।

বুধবার (৫ এপ্রিল) বঙ্গবাজার এলাকা পরিদর্শনের সময় তিনি এ দাবি জানান। এ সময় দলের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী ও গণফোরাম নেতা জগলুল আফ্রিদি উপস্থিত ছিলেন।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হলে নির্বাচনের আগেই ভয়াবহ এই ঘটনার কারণ কি তা জানা যাবে। হতে পারে বিরোধী দলের আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করতে এমন ঘটনা ঘটতে পারে। এ জন্যই সর্বজন গৃহীত বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।’

ঈদের আগে বঙ্গবাজারে এ অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিস পানির অভাবে আগুন নিভাতে হিমশিম খেয়েছে। এ জন্য বড় বড় মার্কেটের কাছে পানি রিজার্ভ রাখার বড় ট্যাংক অথবা পানির পাম্প তৈরি করা প্রয়োজন। বিপদ যেকোনো সময় আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুনেছি মার্কেটের দক্ষিণ পাশে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ার পর আগুন লাগে। পাশেই ফায়ার সার্ভিস তারা তখনই আগুন নেভাতে পারতো। ঘটনাস্থলে তারা দুই ঘণ্টা পরে আসে। এ বিষয়টি খতিয়ে দেখার দরকার।’

এ ছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসন ও আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান।

সারাবাংলা/এএইচএইচ/ইআ

বঙ্গবাজারে আগুন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর