Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারে কাঁদা-পানি দেখে এগোলেন না জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১৫:৩০

ঢাকা: পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (৫ এপ্রিল) বঙ্গবাজারে যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এসময় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের কথা ছিল তার। তবে কাঁদা-পানি দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও অগ্নিকাণ্ডস্থলে এগিয়ে গিয়ে কোনো ব্যাবসায়ীর সঙ্গে কথা বলতে দেখা যায়নি তাকে।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটে জিএম কাদের বঙ্গবাজার এলাকায় যান। তার সঙ্গে ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি গাড়ি থেকে নেমে প্রায় আধা মিনিট হেঁটে সরকারি কর্মচারী হাসপাতালের সামনের মোড়ে গিয়ে দাঁড়ান। এসময় তার প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালীসহ নেতাকর্মীরা জিএম কাদেরকে সামনে যেতে বারণ করেন। কারণ, অগ্নিকাণ্ডস্থলে পানি কাঁদা এবং পোড়া কাপড়ের ছাইয়ের স্তূপ।

বিজ্ঞাপন

সরেজমিনে থেকে দেখা যায়, এ কথা শুনে জিএম কাদের আর অগ্নিকাণ্ডস্থলে যাননি। কোনো ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময় বা কথা বলতেও দেখা যায়নি তাকে। তিনি বঙ্গবাজারের উত্তর পাশে ফুটপাথের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে চলে যান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার আমাদের কথা, জনগণের কথা শুনছে না। তারা খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করছে। আগামীকাল জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবাজারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে আমারা জাতীয় পার্টি সোচ্চার থাকব।’

এসময় দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও আলমগীর সিকদার লোটনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডস্থলে জিএম কাদেরের না যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তার প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী বলেন, ‘না তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন।’

বিজ্ঞাপন

ধ্বংসস্তূপের কাছে গেলেন না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র‌্যাব এবং পুলিশ তাকে যেতে বাধা দিয়েছে। তারা স্যারকে বলেছে সামনে কাঁদা এবং পানি।’

সারাবাংলা/এএইচএইচ/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর