ঢাবির নতুন প্রক্টর মাকসুদুর রহমান
৬ এপ্রিল ২০২৩ ০০:০৯
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। আপনার এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।
এর আগে, ২০১৭ সালের ১৯ অক্টোবর থেকে প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যালক ড. এ কে এম গোলাম রব্বানী। প্রায় সাড়ে পাঁচ বছর দায়িত্বপালন শেষে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অধ্যাপক ড. মাকসুদুর রহমান।
সারাবাংলা/আরআইআর/পিটিএম