রানা প্লাজার মালিকের হাইকোর্টে জামিন, মুক্তিতে বাধা নেই
স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ১৭:৩৮
৬ এপ্রিল ২০২৩ ১৭:৩৮
ঢাকা: সাভারে ২০১৪ সালে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ভবন মালিক রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, এই জামিনের ফলে রানার কারামুক্তিতে বাধা নেই।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ বিষয়ে জারি করা রুল যথাযথ করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম। তিনি জানান, আজকের জামিন আদেশের ফলে রানার কারামুক্তিতে বাধা নেই।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে ১ হাজার ১৩৬ জন মানুষ নিহত হয়। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম