Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি শিক্ষক-শিল্পীদের

ঢাবি করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ২০:০৬

ঢাকা: দৈনিক ‘প্রথম আলো’য় ছাপানো আলোচিত সেই প্রতিবেদনকে ‘ষড়যন্ত্রমূলক’ এবং এতে বাংলাদেশের স্বাধীনতাকে ‘কটাক্ষ’ করা হয়েছে জানিয়ে পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি তুলেছে আওয়ামীপন্থী শিক্ষক-শিল্পী ও অভিনেতাদের একটি অংশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে জড়ো হন হন শিক্ষক, শিল্পী, অভিনেতাসহ অনেকেই। অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

বিজ্ঞাপন

সমাবেশে স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর সেই প্রতিবেদনটিকে ‘বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘বিশেষ উদ্দেশ্য নিয়ে উসকানি দিতে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে। তাই আমরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন দর্শনে উজ্জ্বীবিত হয়ে শিল্প-সংস্কৃতির মানুষদের নিয়ে সোচ্চার হয়েছি, যা আমাদের মৌলিক দায়িত্ব। আমরা দাবি জানাই, যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংস্কৃতিক অঙ্গনের মৌলিক দায়িত্ব। একটি বিশেষ পটভূমির উদ্দেশ্যে আমাদের স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে। যেসব পত্রিকা এসব অপকর্মে যুক্ত আছে তাদের বিরুদ্ধে সকলের সম্মিলিত সোচ্চার হওয়াই সময়ের দাবি। মহান স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে আমাদের এ ধরনের প্রয়াস অব্যহত থাকবে।’

প্রথম আলোর ওই প্রতিবেদনে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ‘উপহাস’ করা হয়েছে জানিয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ‘এই প্রতিবেদনটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপরও আঘাত, স্পষ্ট অপসাংবাদিকতা। সুপরিকল্পিত ওই প্রতিবেদনে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কটাক্ষ করা হয়েছে, উপহাস করা হয়েছে। একে কী স্বাধীনতা বলে? এ ধরনের স্বাধীনতা দেশের কোনো নাগরিকের থাকা উচিত নয়। যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বীকৃত ইতিহাসকে অস্বীকার বা অবমূল্যায়ন করবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য নতুন একটি আইন প্রণয়ণ করতে হবে।’

বিজ্ঞাপন

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায় বলেন, ‘নির্বাচন যখন ঘনিয়ে আসে, তখন শেখ হাসিনার সরকারকে কলুষিত করতে, দেশের ভাবমূর্তি নষ্ট করতে ও নির্বাচনকে কলঙ্কিত করতে একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এসব শুরু করে। আমাদের সবার সম্মিলিত প্রয়াসে এসব রুখে দাঁড়াতে হবে।’

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, কবি ও সাবেক সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, মনোরঞ্জন ঘোষাল, চিত্রশিল্পী মনিরুজ্জামান, সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনয় শিল্পী আহসানুল হক মিনু, শাহেদ শরীফ খান, তানভীন সুইটি, ঊর্মীলা শ্রাবন্তী কর, আনজাম মাসুদ, শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

নিবন্ধন প্রথম আলো বাতিলের দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর