Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরাভের ফাইল পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতের মিশনে

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৩ ০৯:৩৬

ঢাকা: পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়িত করে ঢাকার সংযুক্ত আরব আমিরাতের মিশনে পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সাংবাদিকরা আরাভকে দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে সেহেলী সাবরিন জানান, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের মিশ‌নে পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আরাভের বিষয়ে কোনো অগ্রগতি থাকলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানোর কথাও বলেন মুখপাত্র সেহেলী সাবরীন।

উল্লেখ্য, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান।

সারাবাংলা/এসবি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর