Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুতর অসুস্থ ডা. জাফরুল্লাহর সুস্থতার জন্য দোয়া কামনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ১২:০০

ঢাকা: গুরুতর অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীরা।

শনিবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা, গণমানু‌ষের বন্ধু ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান কর‌ছি। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব:) অধীনে চিকিৎসাধীন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকেরা তার চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার জুমার নামাজে আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি। নিশ্চয়ই আল্লাহ অতীতের মতো এবারও আমাদের দোয়া কবুল করবেন। আমরা গণস্বাস্থ্য পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত।

সারাবাংলা/এসবি/ইআ

ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

৪ জেলার বইছে মৃদু তাপপ্রবাহ
৯ এপ্রিল ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর